খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ভোলার তজুমদ্দিন উপজেলায় শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ী সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায়ের মূলমন্ত্রের বার্তা ছড়িয়ে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার আবু সায়েদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন লিটনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ❝সমবায় শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয়; এটি সামাজিক ঐক্য ও আত্মনির্ভরশীলতা অর্জনের মূল ভিত্তি। দেশে সমবায়ের সঠিক ব্যবহারের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙা করা সম্ভব এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।