মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা— সর্বত্র আমরা” এই শ্লোগানকে ধারণ করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের হল রুমে শুরু হয়েছে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।
রবিবার (০২ নভেম্বর ) নবাবপর ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। ২ নভেম্বর শুরু হয়ে টানা ১০ দিনব্যাপী প্রশিক্ষণে ৪৪ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষা, সমাজকল্যাণ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নারী উন্নয়নসহ বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ পরিচালনা করবেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ— সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা আলমগীর চেয়ারম্যন নবাবপুর ইউনিয়ন পরিষদ,
তিনি বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষিত আনসার সদস্যদের ভূমিকা অপরিসীম। আনসার-ভিডিপি শুধু নিরাপত্তা বাহিনী নয়, এটি দেশের দক্ষ জনশক্তি তৈরির এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”
প্রধান অতিথি প্রশিক্ষণার্থিদের আহ্বান জানান সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ শেষে, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলা এবং গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য।
অনুষ্ঠানে উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা বলেন, “আনসার-ভিডিপি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরির এক অনন্য কারখানা। এই প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনেকরি ।”প্রশিক্ষণ শেষে ৬৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের হাতে ১৫০০ টাকা করে সম্মানী ভাতা ও সনদপত্র তুলে দেওয়া হবে।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”প্রশিক্ষণার্থীদের দেশরক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আমানুল্লাহ আমান, উপজেলা সহকারী আনসার কর্মকর্তা শ্রীকান্ত মন্ডল,সাবেক উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার ও বর্তমান সৃজনশীল প্লাটুন কমান্ডার আব্দুর রউপ মোল্লা, নবাব ইউনিয়নে ওয়ার্ড সদস্য, আমিনুল রহমান বাবু, কামরুল ইসলাম, কামরুজ্জামান চাঁদ, আকরাম জোয়ারদার, নবাবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, সাফিয়া বেগম, আসমা বেগম, মর্জিনা খাতুন, নবাবপুর ইউনিয়ন আনসার কমান্ডার বাবুল আক্তার,নবাবপুর ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মোঃ ফারুক হোসেন,ভিডিপি দলনেতা রমজান আলী শেখ,ও ভিডিপি দলনেত্রী মর্জিনা বেগম উপস্থিত ছিলেন।