৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের উত্তেজনা: ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যানজট ৮ কিলোমিটার

রুবেল ফরাজী, মাদারীপুর  প্রতিনিধি:

বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মাদারীপুর–১ (শিবচর) আসনে মনোনয়ন বঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

সোমবার রাত ৮টার দিকে শিবচরের পাঁচ্চর গোলচত্বরে শুরু হওয়া এ বিক্ষোভ চলে রাত ১০টা পর্যন্ত। এতে উভয়পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর–১ আসনের প্রার্থী ঘোষণার পর লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দাবি জানান—“প্রার্থী পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে।

এ সময় বিক্ষুব্ধরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ার ও কাঠ জ্বালান, কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন,

বিক্ষোভকারীদের বোঝানোর পর রাত ১০টার পর তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।

অন্যদিকে লাভলু সিদ্দিকীর অনুসারীদের অভিযোগ, ঘোষিত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার ভাই একসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফলে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দলের ভেতর অসন্তোষ ও প্রশ্ন উঠেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে উত্তেজিত কিছু নেতাকর্মী বিক্ষোভে অংশ নিলেও কেন্দ্রীয় নেতারা সবাইকে সংযম ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সাংবাদিকদের বলেন,
“যারা এখনো ‘জয় বাংলা’ বলেন, যাদের চৌদ্দগুষ্টি কোনো দিনও বিএনপি করে নাই, তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে। ৫ আগস্টের আগে তারা কোনো দিন শিবচরে আসেনি।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার পর আলোচনা শুরু হয়েছে—মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ বিরোধ বিএনপির নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলতে পারে কিনা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top