মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলায় ১,০০০ শয্যা বিশিষ্ট আধুনিক ‘বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ (শাখা-২) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, স্থাপনার অবস্থান যাচাই এবং বিভাজিকা প্রস্তুতের কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোহম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত নির্দেশনা সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী, বাজেট ও উন্নয়ন শাখাসহ মোট ছয়টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।
নীলফামারী ও আশপাশের জেলাগুলোতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের আশা—এই হাসপাতাল চালু হলে বিশেষায়িত চিকিৎসা পেতে ঢাকায় রোগী পাঠানোর চাপ অনেকটাই কমে যাবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ভূমি অধিগ্রহণ ও নকশা চূড়ান্তের পর নির্মাণ কাজ শুরু হবে।