নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় রাজনীতির প্রভাবশালী নেতা শামসুজ্জামান দুদুর। তার মনোনয়ন না পাওয়া নিয়ে দলে নানা গুঞ্জন চলছে।
চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এবং জনপ্রিয়তা বিবেচনায় সমর্থকরা প্রায় নিশ্চিত ছিলেন তিনি এবারও ধানের শীষে প্রার্থী হচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. শরীফুজ্জামান।
দলের সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর শামসুজ্জামান দুদুর দেওয়া একটি বিতর্কিত বক্তব্য দলের অভ্যন্তরে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে তাকে সতর্কও করা হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাও তার মনোনয়ন না পাওয়ার একটি কারণ হতে পারে।
শামসুজ্জামান দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় বিজয়ী হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কৃষক দলের সাধারণ সম্পাদক, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার প্রার্থী না হওয়ায় তার সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।