৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদারীপুর-১ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোয়ন স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করেছিল।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তবে মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিএনপির এই সিদ্ধান্তে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top