৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে জমি দখল ও ধান কাটার অভিযোগে লোকমান মাঝির বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনচর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর, সোমবার, স্থানীয় বাসিন্দা লোকমান মাঝি তার দলবল নিয়ে মিন্টু মেম্বার ও কাশেম মিলিটারির জমির কাঁচা ধান কেটে জমি দখলের চেষ্টা করেন। এ সময় জমির মালিক পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতিতে লোকমান মাঝি আহত হন এবং তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত লোকমান মাঝির ছেলে সাব্বির তালুকদার অভিযোগ করেছেন, হামলার পেছনে ভোলা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস হাওলাদার ও স্থানীয় যুবদল নেতা মিজান জড়িত।

তবে গিয়াস হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, “এ ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য।”

এ ঘটনার পর, ৪ নভেম্বর, মঙ্গলবার, জমির মালিক ও অন্যান্য কৃষকরা জমি দখল ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। উভয় পক্ষই তজুমদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top