নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দরিদ্র এক কৃষকের চাষকৃত ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার এক বিএনপি নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. মাতু মিয়া (৬০) মঙ্গলবার (৪ নভেম্বর) মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র মাতু মিয়া গত চার বছর ধরে স্থানীয় তুলসী পোদ্দারের কাছ থেকে ৮৯ শতাংশ কৃষিজমি পত্তন নিয়ে সেখানে বিভিন্ন মৌসুমি সবজি চাষ করে আসছিলেন।
সম্প্রতি একই এলাকার প্রভাবশালী বিএনপি নেতা মো. বদিউল আলম (৫০) ও তার সহযোগী মো. শাকিব (২৮), মো. সুমন (৩০), সোলমান মিয়া (৩০), মো. ইব্রাহিম (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন ব্যক্তি ওই জমি খেলার মাঠের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে কৃষক মাতু মিয়াকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মাতু মিয়া তার ফসলি জমিতে গিয়ে দেখেন, ফুলকপি ও বিভিন্ন শাকসবজির চারা উপড়ে ফেলে রাখা হয়েছে। এর আগের দিনও (২ নভেম্বর) বিবাদীগণ তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান বলে অভিযোগে বলা হয়েছে।
কৃষক মাতু মিয়া জানান, “আমার জমির সব চারা উপড়ে ফেলায় আমি প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো ক্ষতির মুখে পড়েছি। পরিবারের একমাত্র উপার্জন উৎস ছিল এই জমি।”
ঘটনার বিষয়ে জমির মালিক তুলসী পোদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হন তিনি।
অভিযোগের সাক্ষী হিসেবে রয়েছেন জমির মালিক তুলসী পোদ্দার, মো. মামুন ও হাশেমা বেগম।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।