নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আসাদুজ্জামান বলেন, “আমি আমার পদ থেকে পদত্যাগ করছি এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।”