৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জিয়া সাইবার ফোর্সের নেতাসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় জিয়া সাইবার ফোর্সের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফরহাদ হোসেন সোহাগ (৩০), একই ইউনিয়নের জোনা গ্রামের অমরেন্দ্রনাথ বালা’র ছেলে অসিম বালা ওরফে অসিত (২০)।

মঙ্গলবার (০৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, গত ১ নভেম্বর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার দাসের বাড়িতে রাত ১১টা ২০ মিনিটে মুখোশধারী চারজন সশস্ত্র আসামি বাড়িতে অনধিকার প্রবেশ করে। পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা সমর দাসের স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে আহত করে এবং জোরপূর্বক নগদ ১ লাখ টাকা ও একটি অপপো ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত পৌনে ১২ টায় প্রথম আসামী ফরহাদ হোসেন সোহাগকে পাট্টা বাজার এলাকা থেকে এবং রাত সোয়া ১২ টায় দ্বিতীয় আসামী বালা ওরফে অসিতকে জোনা গ্রামের ফাঁকা মাঠসংলগ্ন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top