রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের পাঠপর্বে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমের জ্বলন্ত প্রমাণ রচনা হচ্ছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। ইতিহাসের এই দিনে সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষের যৌথ দেশপ্রেমবোধের ইতিহাস রচিত হয়েছিলো। ৭ ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
এই দিনটিতে মুক্তির মশাল জ্বলে উঠেছিলো ব্যারাক থেকে সাধারণের অন্তরে। স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে আনার পর ঢাকার রাজপথে মুক্তির আনন্দে উদ্বেলিত হাজার হাজার জনতার ঢল নেমেছিলো।
সেই ধারাবাহিকতায় আজ ৭ই নভেম্বর ঈশ্বরদীতে রেলগেট বিএনপির দলীয় কার্যালয়ে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ৭ই নভেম্বর উপলক্ষে প্রথম প্রহরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত এর মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন, সে সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জাকারিয়া- পিন্টু,ঈশ্বরদী- আটঘরিয়ার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। এবং ঈশ্বরদী উপজেলার সফল সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা সহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ,অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। ঈশ্বরদী আটঘরিয়া মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেন প্রার্থী ঘোষণায় পূর্ণ বিবেচনা করা হোক ঈশ্বরদী-আটঘিয়ার হারিয়ে আসনটি ঈশ্বরদী বাসীকে এবং তারেক রহমানকে ফিরিয়ে দিতে চায় এই পূণ্য বিবেচনার মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে ঈশ্বরদী আটঘরিয়া মানুষের শান্তি ফিরে আসবে। এই জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে জাকারিয়া পিন্টু বলেন আবারো প্রার্থী ঘোষণায় পূণ্য বিবেচনা করবে দেশ নায়ক তারেক রহমান।
আজ বিকেল চারটায় ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং আগামীকাল ৭ই নভেম্বর উপলক্ষে বিকাল তিনটায় ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে এক বিশাল রেলি নিয়ে বাজারে এক নম্বর গেটে পথসভার মধ্য দিয়ে শেষ হবে সবাইকে অনুরোধ জানিয়েছেন এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য