৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজমতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশী আত্মীয়-স্বজনকে দেখানো

মোহাঃ রকিব উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩৩০ ঘটিকায় ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০), স্বামী মৃত গাজলুর রহমান, গ্রাম চকমাহিলপুর, পোস্ট শ্বশানী, থানা গোলাপগঞ্জ, জেলা মালদা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদ পেয়ে মৃতার বাংলাদেশে অবস্থানরত ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) ও তার আত্মীয়স্বজন মৃতার লাশ দেখার জন্য বিজিবির নিকট আবেদন জানান।

বাংলাদেশ বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়।

আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মৃতার লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের দেখানো হয়।

লাশ দেখে আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখে পরিতৃপ্তি প্রকাশ করেন। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, “বিজিবি সর্বদা মানবিক কর্মকাণ্ডে সহানুভূতিশীল ও আন্তরিক। আমরা এ ধরনের মানবিক কাজকে আমাদের মৌলিক কর্তব্য হিসেবে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top