মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ও ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
শনিবার (০৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।