৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে উষাইকোল গ্রামের হিন্দু ও মুসলিম জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আয়োজকদের অভিযোগ, আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মসজিদ, মন্দির ও মাদ্রাসার নামে লীজ নেওয়া পুকুরগুলো জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পুকুর নিজেদের নামে নেয়ার অপচেষ্টা করছেন।

মানববন্ধনে মো. সবুজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। কিন্তু আশুতোষ স্যানালের এই বেআইনি দখলচেষ্টা গ্রামে অশান্তি সৃষ্টি করছে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দখলচেষ্টা বন্ধের জোর দাবি জানান।

মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top