মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান ও আধুনিক অবকাঠামো গড়ার লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী উন্নয়ন সেমিনার ‘তারুণ্যের চোখে ডোমার’। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি অনুষ্ঠান শুরু ঘোষণা দেন। রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে স্বেচ্ছাসেবক দল।

উদ্বোধনের পর উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন ভিত্তিক নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা দলগতভাবে উপস্থাপন করেন শিক্ষার্থীরা। অবকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন ও সামাজিক সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, “তরুণরাই পরিবর্তনের শক্তি। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ কোন পথে যাবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকারে এলে ডোমারকে নিরক্ষরমুক্ত করা এবং সব কাঁচা রাস্তা পাকাকরণই হবে প্রথম উদ্যোগ। শিল্পায়ন, কর্মক্ষেত্র তৈরি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী উপজেলা গড়াই আমাদের লক্ষ্য।”
প্রকৌশলী তুহিন আরও জানান, “ভুল সিদ্ধান্তের কারণে আমরা উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছি। এখন সচেতন সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্বের সময়।”
উদ্বোধনী বক্তব্যে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেন,
“ডোমার-ডিমলার সমস্যা নিজেরাই সমাধান করতে চাই। তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে আমরা সঠিক পথে এগোচ্ছি। উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সঠিক ম্যান্ডেট।”
তিনি আরও বলেন, “প্রকৌশলী তুহিন ডোমার–ডিমলাকে আধুনিক, পরিকল্পিত ও মডেল উপজেলায় রূপান্তর করতে চান। সিঙ্গাপুরের মতো উন্নত অবকাঠামো গড়ার স্বপ্ন তার—এ স্বপ্ন বাস্তবায়নে তরুণরাই সবচেয়ে বড় শক্তি।”
তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকৌশলী তুহিন। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম উজ্জ্বল এবং উত্তরা ইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এভারগ্রীন বিডি প্রোডাক্ট লিমিটেডের মহাব্যবস্থাপক শামীম উদ্দিন। তিনি ডোমারে শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থান তৈরির আগ্রহ প্রকাশ করেন।
দুপুরের পর অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শিল্পীদের গান ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুভব ফাউন্ডেশনের আয়োজনে, নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
একই মঞ্চে উদ্বোধন করা হয় ‘বিএনপি সেবা হেল্পলাইন’। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্থানীয় নাগরিক সেবা, অভিযোগ ও তথ্য জানাতে হেল্পলাইন নম্বর ০৯৬১০-৯৯৮৮৯৯ চালুর ঘোষণা দেন।
ডোমারে তরুণদের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন প্রতিশ্রুতি এবং নাগরিক সহায়তার উদ্যোগ—সব মিলিয়ে অনুষ্ঠানটি এলাকায় বৈচিত্র্যময় আলোচনার জন্ম দিয়েছে।