৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে সেনা অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র সহ ২ জন আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে সেনা অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র সহ ২ জন আটক করা হয়েছে।
আটককৃতরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া গ্রামের আকাশ মোল্লা (২৮) ও খানখানাপুর দত্তপাড়া গ্রামের (ওয়ারেন্ট ভুক্ত আসামী) মোঃ তাজুল ইসলাম (৩৪)।

জানা যায়, রোববার (০৯ নভেম্বর) জেলার সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সেনাক্যাম্পের সদস্যরা অভিধান পরিচালনা করে। এ সময় ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ তাজুল ইসলাম ও মোঃ আকাশ মোল্লা নামের দুইজনকে আটক করে।

এ সময় তাদের দেওয়া তথ্য মতে ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড ওয়ান শুটার গুলি, ২ রাউন্ড পিস্তলের বুলেট ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top