মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুরে আজ (৯ নভেম্বর) রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায়, নাটোর – ৪ (গুরুদাশপুর – বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, ধারাবারিষা বিএনপির প্রধান কার্যালয়ে গুরুদাসপুরের সকল সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য গুরুদাসপুর উপজেলা বিএনপি, দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি, সুফি মোঃ আবু সাইদ, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর বিএনপি, শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ সোহাগ হোসেন, সাবেক সহ-সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ রাশিদুল ইসলাম, সভাপতি, গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক, গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, মোঃ আলী আক্কাস, সভাপতি, চলনবিল প্রেসক্লাব প্রমুখ সহ গুরুদাসপুর উপজেলার প্রায় ৪০ জন গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।