১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, এটি হবে খোলামেলা আলোচনা; তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গেছে, লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যদিও বৈঠকের মূল বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে স্থায়ী কমিটির এক সদস্য জানান, এটি ‘জরুরি’ একটি আলোচনামূলক বৈঠক। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় মনোনয়ন প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করা, এবং অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা ও রাজনৈতিক কৌশল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ— এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হতে পারে।

দলের উচ্চপর্যায়ে মতভেদ নিরসন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top