মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী ডাঙ্গাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সিনথিয়া আক্তার (১ বছর ৮ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মোঃ ফজলু মন্ডলের মেয়ে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী ডাঙ্গাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ ফজলু মন্ডলের মেয়ে সিনথিয়া আক্তারকে তার মা তাদের বসতবাড়ি এবং ঘরের আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে তিনি সহ বাড়ির অন্য লোকজন খোঁজাখুঁজি করে এক পর্যায়ে দুপুর আনুমানিক দেড় টার দিকে তাদের পাশের বাড়ির প্রতিবেশী আহমেদ বিশ্বাসের বাড়ির পুকুরের পানিতে তার মা সিনথিয়া আক্তার ভাসতে দেখে ডাক চিৎকার দিলে মা সহ বাড়ি অন্য সদস্যরা তাকে পানি থেকে তুলে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কোন ধরনের কারো প্রতি কোন প্রকার সন্দেহ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।