১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জবি শাখার লেখক ফোরামের ২০ শিক্ষার্থীর লেখক সম্মাননা গ্রহণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ আজ ১০ নভেম্বর ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি মুশফিকুর রহমান ইমন, সাধারণ সম্পাদক সোহানুর রহমানসহ অন্যান্য সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্য মহোদয়কে অবহিত করেন। তারা জানান, সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়াবলি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা, সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।

এছাড়াও উক্ত সংগঠনের ২০ জন শিক্ষার্থী একদিনে ২০টি লেখা প্রকাশের অসামান্য সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর কাছ থেকে “লেখক সম্মাননা” গ্রহণ করেন। উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন এবং তাঁদের সৃজনশীল অর্জনের জন্য শুভেচ্ছা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top