মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে ঝালকাঠিতে পৌঁছালে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা, মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন। ঝালকাঠি থেকে রাজাপুর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
রাজাপুরে পৌঁছে সেলিম রেজা সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৈকাঠিতে অবস্থান নেন এবং সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা।
বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাইরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি। আমার মা তখন অসুস্থ ছিলেন, দেশে ফিরতে চাইলেও পারিনি—কারণ ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি। তবুও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি। গুম-খুনের রাজনীতি চালিয়ে সরকার হাজারো পরিবারকে অন্ধকারে ডুবিয়েছে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই বিএনপি থেকে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি—ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসন জাতীয়তাবাদী শক্তির উপহার হিসেবে দেবো।”
মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেলিম রেজা আরও বলেন, “নাসিম আকন ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সত্যিকারের দেশপ্রেমিক। রাজাপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্ত করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।