১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটির, প্রকল্প ‘ADM-LAB’ জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে-ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত হলো “ADM-LAB: Living Labs for Adaptive Delta Management in Bangladesh” শীর্ষক চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। এ প্রকল্পগুলোর অন্যতম একটি পরিচালনা করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (GED) সদস্য ড. মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়োরিস ভ্যান বোমেল।

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পগুলো সরকারের বদ্বীপ পরিকল্পনা–২১০০ বাস্তবায়নের পথে কার্যকর সহায়ক হবে।”

তিনি উচ্ছ্বাস প্রকাশ করে আরও বলেন “চারটি প্রকল্পের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।”
পবিপ্রবির এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে নেদারল্যান্ডসের ওয়াখেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (WUR) এবং খুলনা বিশ্ববিদ্যালয়।

কনসোর্টিয়ামটির নেতৃত্ব দিচ্ছেন পবিপ্রবির রেজিস্ট্রার ও গবেষক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, অধ্যাপক এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং প্রফেসর ড. কামরুল হাসান।অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, ADM-LAB প্রকল্পের মাধ্যমে বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top