১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ‘ভিত্তিহীন’: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিনিধি:

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘জঙ্গি হামলা’ দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়, কিন্তু লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি স্পষ্টভাবে জানান, এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যমের প্রকাশিত খবরগুলো অসত্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যাচাই-বাছাইবিহীন। তৌহিদ হোসেন আরও বলেন, “চীন থেকে অস্ত্র কেনা নিয়ে আমরা কোনো দেশের দিকে ঝুঁকিনি; বাংলাদেশ সব সময় ব্যালান্সড রিলেশনশিপ মেনে চলে এবং সকল দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।”

শেখ হাসিনার মামলার রায়ের প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে ঢাকা উপযুক্ত পদক্ষেপ নেবে।” প্রসঙ্গত, সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে এক গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ আহত হন।

ঘটনার পর কিছু ভারতীয় গণমাধ্যম হামলার সঙ্গে বাংলাদেশি সংযোগের অভিযোগ তোলে, যা বাংলাদেশ সরকার সম্পূর্ণ অস্বীকার করেছে এবং একে অসত্য ও দায়সারা সাংবাদিকতা হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top