১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দশটায় ডাকবাংলো রোড,মেডিকেল মোড় সংলগ্ন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ড:আব্দুল আলিম, ডাঃ মো: আসেম আলী, নির্বাহী পরিচালক আমিরুল মমিন, ব্যবস্থাপনা পরিচালক এ আর তৌহিদ রায়হান, ডা: সাহবুবু হাসান, প্রমূখ।

এ সময় পরিচালক বৃন্দগণ বলেন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি ইকো মেশিন, এক্স-রে, প্যাথলজি, উন্নত এ্যানালাইজার, হরমোন, সেল কাউন্টার আল্ট্রাসনো মেশিন দ্বারা
সকল প্রকার রোগের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ। এ সময় রহনপুরের এলাকার বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে, সারাদিন ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ ফ্রি, এবং সকল টেস্টের উপর সারাদিন ৩০% ডিসকাউন্টসহ বিভিন্ন চিকিৎসা সুযোগ-সুবিধা ছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top