ময়মসনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নবযোগদানকৃত অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসক মিজ ফাতেমা জান্নাত স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসিনক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন।
এ সময় তিনি নান্দাইলের সার্বিক পরিবেশ-পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান। ইউএনও মিজ ফাতেমা জান্নাত তার বক্তব্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।
প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক।” তিনি আরও বলেন, প্রশাসন এবং সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের জটিলতাগুলো দূর করে একটি সুন্দর ও উন্নয়নশীল দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই মহৎ কাজে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।