তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের প্রিয় মুখ, বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক, কণ্ঠশিল্পী ও কবি তমাল ফেরদৌস দুলাল স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা শেষে জেলা সদরের সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার কার্যালয়ে সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শক্তিপদ পাল, ক্রীড়া সংগঠক মোস্তাক আহমদ মম, বাপা জাতীয় পরিষদের সদস্য আ.স.ম সালেহ সুহেল এবং জীবনচক্র থিয়েটারের কর্ণধার আনোয়ার হোসেন দুলাল।
শোকসভায় স্মৃতিচারণ করেন সাংবাদিক সমিতির সহসভাপতি মাসুদ আহমদ, কোরাস সম্পাদক মুজাহিদ আহমদ, সাংবাদিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জাফর আহমদ, কবি জাবেদ ভুঁইয়া, সংবাদকর্মী হুমায়ূন রহমান বাপ্পী এবং সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তমাল ফেরদৌস দুলাল ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী—যিনি সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের তিন অঙ্গনেই রেখেছেন উজ্জ্বল দাগ। তাঁর কণ্ঠে সুর ছিল জীবনের গল্প, কলমে ছিল সত্যের সাহস, আর উপস্থিতিতে ছিল সংস্কৃতির প্রাণ। তাঁর মৃত্যু মৌলভীবাজারের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গভীর অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কণ্ঠশিল্পী ও কবি তমাল ফেরদৌস দুলাল দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৯ অক্টোবর দিবাগত ভোররাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর স্মরণে ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার সার্কিট হাউস সড়কের নিজ বাসায় রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবাই তাঁর আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন।
সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল আজ না থাকলেও তাঁর গানে, লেখায় ও মানবিকতায় বেঁচে থাকবেন মৌলভীবাজারের মানুষদের হৃদয়ে চিরদিন।