১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনের চর মোজাম্মেলে ১,৩২৫ শিশুকে টাইফয়েড টিকা প্রদান: স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের দাবিতে মুখর চরবাসী

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেলে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১,৩২৫ জন শিশু ও কিশোরকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের ৫টি ভ্রাম্যমাণ টিম দুলাল বাজার, মুক্তিযোদ্ধা বাজার, গোয়ালিয়া কলোনি, আনসার কলোনি ও কালাম কলোনি কেন্দ্রে টিকাদান সম্পন্ন করে।

চর মোজাম্মেল একটি বিচ্ছিন্ন দ্বীপচর। প্রায় ৩৬ বর্গকিলোমিটার আয়তনের এ চরে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে। চরটি উপজেলা সদরের মূল ভূখণ্ড থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কোনো সড়কপথ সংযোগ নেই; একমাত্র যাতায়াত মাধ্যম নৌপথ। ফলে অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন।

চরবাসীরা জানান, প্রতিদিন মাত্র একটি ট্রলার তজুমদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখে। ফলে জরুরি অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না, অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। তাই চরবাসীর জোর দাবি—সরকার যেন দ্রুত এখানে একটি স্থায়ী চিকিৎসা ক্যাম্প বা সাব-হেলথ সেন্টার স্থাপন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন বলেন, “আজকের ক্যাম্পেইনে ১৩২৫ জন শিশু-কিশোরকে টিকা প্রদান করতে পেরেছি। চরবাসীর স্বাস্থ্যসেবার চাহিদা আমরা ভালোভাবে বুঝি। চরবাসীর স্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের দাবি যৌক্তিক, আমরা সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠাবো।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top