সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমকে এনজিও সমন্বয় ফোরামের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি মো. কাওছার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু ইউএনও মাসুমা বেগমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। সভায় এনজিও সমন্বয় ফোরামের কর্মকা- আরো গতিশীল করার জন্য সার্বিক সহযোগিতা করতে চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।