১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি মহোদয়ের উপস্থিতিতে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট আব্দুল্লাহ আল-আজমীসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ যাতে প্রাথমিক চিকিৎসা সেবা সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই আমরা নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।”

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষ এ ধরনের মানবিক সেবায় উপকৃত হচ্ছেন, যা পার্বত্য এলাকায় পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান আরও সুদৃঢ় করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top