মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে পৌর বিএনপি পরিবার কর্তৃক ধানের শীষ প্রতীকের নির্বাচনী এক মতবিনিময় সভা গতকাল বুধবার (১২নভেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় নলছিটি মার্চেটন্স মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’ সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করি মিশু, সাবেক নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান মল্লিক, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রুস্তম তালুকদার, পৌর বিএনপি সহসাংগঠনিক সম্পাদক কামাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খলিফা, এক নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুজন, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক বিল্লাল শরীফ, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাসুম মাল, সিনিয়র সহ-সভাপতি মো: বারেক সরদার,সাবেক নির্বাচিত কাউন্সিলর রুস্তম খলিফা, সাবেক নির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন তালুকদার, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নান্না মোল্লা, পৌর বিএনপি নেতা আব্দুল আজিজ খান, পৌর বিএনপি’র ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের চুন্নু,পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজ দেওয়ান, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, পৌর ছাত্রদল আহবায়ক রনি তালুকদার, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ন আহবায়ক এইচ এম ফয়সাল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান সহ পৌর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইদুল কবির রানা। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ কে বিজয় করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে এসে শেষ হয়।