১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোপন বার্তা ফাঁস, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভ্যন্তরীণ গোপন নির্দেশনা বারবার ফাঁস হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে কর্তৃপক্ষ। কমিশনারের দেওয়া অপারেশনাল নির্দেশনার অয়্যারলেস রেকর্ড নির্দেশনা জারির কিছুক্ষণের মধ্যেই বাইরে ছড়িয়ে পড়ছে।

সর্বশেষ মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র ব্রাশফায়ারের নির্দেশ দেন, কিন্তু সেই বার্তা ঘণ্টাখানেকের মধ্যেই ফাঁস হয়ে সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগবিরোধী অভিযানের নির্দেশনাও একইভাবে বাইরে চলে গিয়েছিল, যা এখন অভ্যন্তরীণ তদন্তের বিষয় হয়ে উঠেছে। ৫ নভেম্বর নগরীর চালিতাতলীর খোন্দকারপাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা এবং আহত হন প্রার্থী এরশাদ উল্লাহ; পরদিন একই এলাকায় এক অটোরিকশাচালককেও গুলি করা হয়।

এসব ঘটনার পর কমিশনার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্দেশ ফাঁস হয়ে পড়ায় পুলিশ এখন বেকায়দায়। সূত্র জানায়, পুলিশের মধ্য থেকেই কেউ সচেতনভাবে এসব গোপন বার্তা বাইরে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, আধুনিক রাষ্ট্রে পুলিশ অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপন কৌশল অবলম্বন করে, যা ফাঁস হলে সদস্যদের নিরাপত্তা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ে।

অন্তর্বর্তী সরকারের ১৫ মাস পার হলেও আওয়ামীপন্থী সিন্ডিকেটভুক্ত কিছু পুলিশ কর্মকর্তা এখনও বহাল থেকে সংবেদনশীল তথ্য পলাতক কর্মকর্তা ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের কাছে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকর্তার কারণেই জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযানেও ভাটা পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “কমিশনারের গোপন বেতার বার্তা ফাঁস হওয়া উদ্বেগজনক।

এতে সদস্যদের মধ্যে সন্দেহ, নিরাপত্তাহীনতা ও মনোবলহীনতা তৈরি হয়।” তিনি আরও জানান, বেতার বার্তা সাধারণত কমিশনার থেকে বিভাগ, জোন, থানা ও টহল টিম পর্যন্ত সীমাবদ্ধ থাকে—এর বাইরে গেলে সেটি ইচ্ছাকৃত ফাঁস।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কমিশনারের দেওয়া নির্দেশনায় বলা হয়, “শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।” এর আগেও ১২ আগস্ট কমিশনার অস্ত্রধারী দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিলে বার্তা সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে পড়ে এবং টেলিকম ইউনিটের কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা করা হয়।

সর্বশেষ নির্দেশনা ফাঁসের ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হলেও সিএমপির গণসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশীদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top