নিজস্ব প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নির্ধারিত রায় ঘোষণার তারিখে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত ঘোষণা হবে।
এদিকে রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে, যা উদ্বেগ বাড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে।