মোঃ দিদার উদ্দিন, হাতিয়া উপজেলা প্রতিনিধি:
গত কাল ১২/১১/২০২৫ বুধবার দ্বীপ হাতিয়ার ইতিহাসে প্রথম কোন বেসরকারি দাতব্য সংস্থার মাধ্যমে একত্রে ৬০০ টি পরিবারকে ১ কোটি ২০ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেককে নগদ এককালীন ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।
NCP নেতা Abdul Hannan Masud এর অনুরোধে বেসরকারী সংস্থা আল-মানাহিল ফাউন্ডেশন দ্বীপ হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নিম্নবিত্তদের তালিকা সংগ্রহ করে আজকে অনুদান প্রদান করেন।উক্ত প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন আব্দুল হান্নান মাসউদ।উক্ত সংস্থাটি সারাদেশ থেকে ১৫৫৫ জনকে সিলেক্ট করলেও কেবল হান্নান মাসউদের অনুরোধে শুধু হাতিয়া উপজেলাতে ৬০০ জনকে ২০ হাজার টাকা করে নগদ এককালীন অনুদান প্রদান করেন।বক্তব্যে হান্নান মাসউদ বলেন।কেবল সরকারি অনুদান দিয়ে যুগ যুগ ধরে বঞ্চিত দ্বীপ হাতিয়ার উন্নয়ন সম্ভব নয়।এজন্য আমি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারী সংস্থারও দ্বারস্থ হয়েছি।তারা আগামীতে আরো বেশি অবকাঠামোগত ও আর্থিক উন্নয়নে সহায়তা করবেন বলে হান্নান মাসউদকে জানিয়েছেন।

তিনি আরো হাতিয়াতে হরিণী ইউনিয়ন চান্দনি ইউনিয়ন নদীর কিনারায় জিও ব্যাগ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করেছেন। এতে সাধারণ মানুষ অনেক খুশি। এই জিও ব্যাগের কারণে সাধারণ মানুষের ঘরবাড়ি জায়গা জমি অর্থ সহ অনেক কিছু রক্ষা পেয়েছে।
তিনি আরো একাধিকবার নৌ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে হাতিয়ার জন্য ফেরিঘাট ও ফেরি ব্যবস্থা করেন । বর্তমানে ফেরি ঘাটের কাজ চলমান। এতে হাতিয়ার সাধারণ মানুষ হান্নান মাসুদ সাহেবের কাজের অগ্রগতি দেখে সবার মুখে হাসি।
সাধারণ মানুষ আরো চাই এনসিপি থেকে হান্নান মাসুদ সাহেব এমপি হলে হাতিয়ার আরো উন্নয়নমূলক কাজ হবে বলে এ আশা ব্যক্ত করে।