১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি.

মৌলভীবাজারে দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিকাল তিনটার দিকে মৌলভীবাজার হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব এতে সভাপতিত্ব করেন।

বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আবু তাহের রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাওর রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব খসরু চৌধুরী, জাতীয় পরিবেশে আন্দোলনের সদস্য আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার প্রেসক্লাব একাংশের সভাপতি নুরুল ইসলাম সেফুল,সিনিয়র আইনজীবি মোস্তাক আহমদ মম, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীসহ বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অসচ্ছল শিক্ষার্থী ও নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে ১৫ জন অসচ্ছল শিক্ষার্থী ও নারীদেরকে সেলাই বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ একজন সেলাই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ইতোমধ্যে।

চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়ে আগামী বছর (২০২৬ সালে মার্চ মাসের ১৫ তারিখ) পর্যন্ত সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ওই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন সরবরাহ করা হবে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top