নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের ছেলে। লিমন ‘জিয়া সাইবার সোর্স’-এর জেলা কমিটিতেও যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেনাবাহিনীর সাবেক সদস্য লিমন ব্যবসার পাশাপাশি এলাকায় পরিচিত ছিলেন। পরিবার দাবি করেছে, দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগে চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিনি। বিচারকের পরিবারের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে পরিবার কিছু জানে না।
বিচারকের স্ত্রীর পারিবারিক সূত্র বলছে, তাসমিন নাহার ও লিমনের পরিচয় থেকে আর্থিক সহযোগিতা চাওয়া-না-পাওয়া কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়, যা থেকে হুমকিও দেন লিমন।
বৃহস্পতিবার রাজশাহীর ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় ঢুকে তিনি সুমনকে হত্যা করেন এবং বিচারকের স্ত্রীকে গুরুতর আহত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছেন, ব্যক্তিগত দ্বন্দ্ব বা আর্থিক লেনদেন হত্যার কারণ হতে পারে; বিষয়টি তদন্তাধীন।