নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পের একটি ভবনের ছাদ থেকে বিপুল সংখ্যক ককটেল ও তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ককটেল তৈরির সরঞ্জামসহ অবৈধ বিস্ফোরক পাওয়া গেছে। পুলিশের একটি সূত্র জানায়, ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের ভবনে এসব ককটেল প্রস্তুত করা হচ্ছিল। কারা এই কাজে জড়িত, এখনো নিশ্চিত হওয়া যায়নি।