১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহন উপজেলা প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে বিএনপির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, উপজেলা ছাত্রদলের নেতা আলাউদ্দিন ইলিয়াস, ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন নসু, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু মহাজন, রশিদ মেম্বার, হাবিব মিয়া, ধলীগৌরনগর পূর্ব শাখা যুবদলের সভাপতি আজাদ হোসেন সোহাগ, পশ্চিম শাখা যুবদলের সভাপতি আবু তৈয়ব মাষ্টার এবং পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি মাহবুব করিম প্রান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলীগৌরনগর পশ্চিম শাখার নেতা মোঃ গিয়াস করিম মাস্টার।

সভায় বক্তারা বলেন— দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও বিএনপি জনগণের পাশে থেকেছে। আগামীকাল লালমোহন-তজুমদ্দিনে বিএনপির মনোনীত প্রার্থী আগমন উপলক্ষে ইউনিয়ন থেকে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে নাগরিক সংবর্ধনায় যোগদান করা হবে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে বিজয়ী করে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো হবে।

উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার বলেন, “আওয়ামী লীগ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইবে, লালমোহন উপজেলা যুবদল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ—এখানে কেউ বিশৃঙ্খলা করলে জনগণই প্রতিহত করবে।” তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের রাজনীতি করে এবং জনগণের ভোটের প্রতি আস্থাশীল।

আলোচনা সভাকে ঘিরে চতলা বাজার এলাকায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top