১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে আইনি নোটিশকে তোয়াক্কা না করে নিকাহ নামার কাজ করার অভিযোগ

আনারুল ইসলাম রানা,‎কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে আইনি নোটিশকে তোয়াক্কা না করে বিবাহ নিকাহ নামা রেজিস্ট্রেশনের কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে জামায়েত নেতা মাও ফয়েজ উদ্দিন নামের এক স্থানীয় কাজির বিরুদ্ধে।

‎এ ঘটনায় গত ১০ নভেম্বর জেলা রেজিস্টার মোঃ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক নোটিশ বিজ্ঞপ্তি দেন জেলা রেজিস্টার কুড়িগ্রাম। নোটিশে বলা হয়,উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৭ এর নং-১১৩০ বিচার-৭/২ এর ১৮৭ তারিখ-০১-১০০০০০০৬ সংশয় প্রায় কোটা নিরাক সারসং-১৩৮০ (৮) তারিখ: ১৩-১০-২০০২ ৩০ মো মোশরেক নিকাহ রেজিস্ট্রার হিসেবে কার্যক্রম করিয়াছেন।

কিন্তু পরবর্তীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১২-১০-২০০৬ ইং তারিখের বিচার-৭/২ এন-৫৮/২০০৩/৭৬৪ নং-স্মারকে আপনার নামীয় নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করিয়া শুণ্য ঘোষণা করতঃ একই স্মরকে জনাব মোঃ হোসাইন আহমেদ, পিতা মোঃ আঃ ও সাং-ছত্রপুর, পোঃ পাঁচগাছী, উপজেলাঃ সদর, জেলাঃ কুড়িগ্রাম নামীয় ব্যাক্তিকে অত্র ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রদান করেন।

তিনি অদ্যবধি নিকাহ্ ও তালাক রেজিস্ট্রি কার্যক্রম করিয়া আসিতেছেন। আপনার নামীয় নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স খানা বাতিল, এহেন কার্যক্রম না করার জন্য আপনাকে সতর্ক করা হইল।

‎উল্লেখ থাকে যে সাবেক নিকাহ রেজিস্টার মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ আমীর হোসেন (মামুন) নিকাহ রেজিস্টার না হয়েও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিবাহ নিকাহ নামা কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা আইনগত কেন ভিত্তি নাই।

‎এ বিষয়ে মোঃ ফয়েজ উদ্দিন বলেন, এ ঘটনায় আদালতে রিট করা হয়েছিল।রিটের সূত্র ধরে সরকার আমাকে কাজ করার অনুমতি দিয়েছে বলে জানান তিনি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top