১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় দুই বসতবাড়িতে  ভয়াবহ চুরি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রন্তমহন মেম্বার পাড়া এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুইটি বসতবাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ১৪ নভেম্বর শুক্রবার গভীর রাতে অজ্ঞাতচক্রের চোরেরা পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

চুরির শিকার দুটি বাড়ি হলো—আপন বড়ুয়ার বাড়ি এবং মৃত স্বপন মাস্টারের বাড়ি। পরিবার সূত্রে জানা যায়, চোরেরা ঘরের দরজার মুখ ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।
চেতনানাশক স্প্রে ব্যবহারের ফলে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন এবং তাদেরকে উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা একদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার পর ভুক্তভোগী আপন বড়ুয়া দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ জাকারিয়া বলেন,
“ভয়াবহ এ ঘটনার তদন্ত চলছে। অতি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন এবং দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top