১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি- জাকির হোসেন জুয়েলের

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।

আজ বিকেলে জাকারিয়া এন্টারপ্রাইজে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণায় পথসভায় বক্তব্যে তিনি বলেন, “এটি শুধু আমার দাবি নয়; দীর্ঘদিন রাজপথে লড়াই করা তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে জাকারিয়া পিন্টুকে সুযোগ দেন। যেহেতু দল এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি, তাই সংশোধনের যথেষ্ট সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, দল যদি পুনর্বিবেচনা না-ও করে, তবে প্রার্থী যেই হোন—ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি,ঈশ্বরদী উপজেলা সফল সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা।

বক্তারা অভিযোগ করেন, এ আসনের প্রাথমিক মনোনয়ন পাওয়া হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন দলের দায়িত্বে থেকেও সংগঠনকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছেন। বরং তার কর্মকাণ্ডে দলীয় কোন্দল বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, “হাবিব আ.লীগকে প্রতিদ্বন্দ্বী ভাবেননি; তিনি প্রতিপক্ষ হিসেবে দেখেছেন বিএনপির নেতাদের। ফলে সংগঠন সুসংগঠিত না হয়ে দুর্বল হয়েছে। সকল নেতারা আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, সক্রিয় ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিতে না পারলে মাঠে ইতিবাচক ফল আশা করা কঠিন হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top