মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রোববার (১৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে তার এ পদায়ন নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি বর্তমান পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খানের স্থলাভিষিক্ত হবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর আগের পদে থাকা কর্মকর্তাকে সংশ্লিষ্ট কর্মস্থল ত্যাগ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
একই প্রজ্ঞাপনে আরো জানানো হয়, গাজীপুরে নতুন পুলিশ কমিশনারসহ গাইবান্ধা, ফরিদপুর, দিনাজপুর, পাবনা ও হবিগঞ্জ জেলার জন্য নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এসব রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
নতুন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের যোগদানের মাধ্যমে নীলফামারীর পুলিশ প্রশাসনে নতুন গতি ও শৃঙ্খলা প্রত্যাশা করছেন স্থানীয়রা।