১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা জোরদারে থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার প্রধান সড়ক, বাজার, সংবেদনশীল এলাকা ও বিভিন্ন গ্রামীণ জনপদে এ টহল পরিচালনা করা হয়।

দিনব্যাপী পরিচালিত এ বিশেষ টহল কার্যক্রমে পুলিশের একাধিক টহল দল মোটরসাইকেল ও পিকআপযোগে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। টহল চলাকালে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মতামত ও অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দৃশ্যমান পুলিশি উপস্থিতি অপরাধী চক্রকে নিরুত্সাহিত করতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, “খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যারের নির্দেশনায় দীঘিনালায় নিয়মিত ডমিনেন্স পেট্রোলিং করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং এই তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top