নিজস্ব প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সোমবার সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করবেন। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক থাকায় অনুপস্থিত থাকছেন।
২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ রাখে এবং ১৩ নভেম্বর ঘোষণা করে আজ ১৭ নভেম্বর রায় দেওয়া হবে। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন করেছে, আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বেকসুর খালাস চেয়েছেন।
রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় বহুস্তর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং দোয়েল চত্বর–শিক্ষাভবন সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।