১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বৈরশাসক শেখ হাসিনা, বিশ্বে চরম নিষ্ঠুরতার প্রতীক: মেজর হাফিজ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক।

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ১৭ বছরে বহু মায়ের কোল খালি করেছে। এদেশে হত্যা, গুম ও দুর্নীতি সীমা ছাড়িয়েছে। তাদের উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট হয়ে বিদেশে পাচার করা হয়েছে। সরকারের একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতেই বোঝা যায় দেশের উন্নয়নের নামে কতটুকু লুটপাট হয়েছে। এসবের অবসান হওয়া প্রয়োজন।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন মধ্যবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

ঢাকা থেকে শুক্রবার লঞ্চযোগে রওনা হয়ে শনিবার সকালে লালমোহন উপজেলা লঞ্চঘাটে পৌঁছালে হাজারো নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন। আজ রবিবার তজুমদ্দিন আগমনেও হাজারো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মেজর হাফিজ বলেন, “আজ যে স্নেহ ও ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না। আপনাদের প্রতি আমি ঋণী এবং বেঁচে থাকলে ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, একেএম মহিউদ্দিন জুলফিকার, জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top