নিজস্ব প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে বলে রায়ে ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার দুপুর ১২টার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় পাঠ শুরু করে। পলাতক দুই আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল ভারতে অবস্থান করছেন, আর একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি মামুন ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল পাঁচটি অভিযোগ গ্রহণ করে—১৪ জুলাই শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার-ড্রোনসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে আবু সাঈদকে হত্যা, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ।
গত বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করার পর আজ ট্রাইব্যুনাল জানায়, অভিযোগসমূহ প্রমাণিত এবং তিন আসামির বিরুদ্ধে বিচার শেষে দায়িত্ব নিশ্চিত হয়েছে।