নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল দুই ঘণ্টা দশ মিনিটের রায় পাঠ শেষে বেলা ২টা ৫০ মিনিটে সাজা ঘোষণা করেন। একই মামলার প্রধান আসামি শেখ হাসিনাও পলাতক থাকায় তার বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।
গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ন্যস্ত রাখে প্রসিকিউশন।
পাঁচ অভিযোগে করা এ মামলায় উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে আবু সাঈদ হত্যার নির্দেশ, চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশসহ সব অভিযোগ বিচারাধীন ছিল।