১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বন্দরের ইজারা পরিকল্পনায় হেফাজতের গভীর উদ্বেগ

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শক্তির মূলভিত্তি হিসেবে চট্টগ্রাম বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি প্রধান রাষ্ট্রীয় স্থাপনার নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে স্থানান্তরের যেকোনো উদ্যোগ জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থের প্রতি স্পষ্ট হুমকি সৃষ্টি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি সংস্থার হাতে দেওয়ার উদ্যোগ দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। কৌশলগত স্থাপনা পরিচালনার নামে কোনো বিদেশি আধিপত্য, বিশেষ সুবিধা বা গোপন চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ত্যাগে গড়ে ওঠা রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে গ্রহণ করতে হবে এবং জনআস্থা ও রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। গোপন আলোচনা বা অস্বচ্ছ চুক্তির মাধ্যমে কৌশলগত সম্পদ হস্তান্তরের চেষ্টা দেশপ্রেমিক জনগণ কখনোই মেনে নেবে না।

হেফাজত নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় সম্পদ রক্ষায় কোনো শিথিলতা, সমঝোতা বা বিদেশি চাপ গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম বন্দর দেশের, দেশেরই থাকবে—এ লক্ষ্যে প্রয়োজন হলে সর্বোচ্চ নাগরিক সতর্কতা ও গণআন্দোলন গড়ে তুলতে তারা প্রস্তুত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top