এম,এম,রহনান,উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
১৭ নভেম্বর সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ,উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিনা ইয়াসমিন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা পারভীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুল ফিডিং কর্মসূচির প্রজেক্টর ডাইরেক্টর শাহ আলম,ডাইরেক্টর অপারেশন মোঃ মনজুর রহমান মাসুক, উজিরপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুকসহ প্রমূখ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান,১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫৮১ জন শিক্ষার্থীদের স্কুল ফিডিং এর নাস্তা তুলে দেওয়া হয়।