মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষ রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে পেঁয়াজ খেত নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি এতে, তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ২০২৩ সালের ১৫ আগস্ট রাতে তার ছোট ভাই আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তিনি ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার সব আসামি কারাভোগের পর জামিন পান। তামিনে থাকা আসামিরা মামলা প্রত্যাহারের জন্য সময় অসময়ে হুমকি দিয়ে আসছেন। তিনি মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত শুক্রবার গভীর রাতে ২৫ – ২৫ জন দুর্বৃত্তরা তার বাড়ির চারদিকে ঘিরে ফেলেন এবং ঘরের বাইরে থেকে প্রত্যেকটি দরজা সিটকিনি দিয়ে বাহিরে আসার পথ বন্ধ করে দিয়ে পেঁয়াজ খেতে বিষ প্রয়োগ করে। ফেলে রাজবাড়ী পুলিশ সুপারকে জানালে ঘটনারস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা মামলার বাদীকে বলে অতি দ্রুত মামলা তুলে নিবি, নইলে ক্ষেতের ফসলের মত তোদের জীবনেও চলে যাবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমি জানার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই গ্রামে গিয়ে পেঁয়াজ খেত পরিদর্শন করি। তবে ফসলি কৃষক কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং পেঁয়াজ খেতের মাঝে মাঝে কিছু কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এই কীটনাশক প্রয়োগ করার কারণেই অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়েছে। তবে যেই এই কাজটি করেছে প্রকৃতপক্ষে যেকোনো ভালো কাজ করেনি। আমরা আইনগত কোন ব্যবস্থা হয়তো গ্রহণ করতে পারবো না তবে এর একটি প্রতিবেদন দাখিল করব। প্রয়োজনে তাকে প্রশাসনিক সহযোগিতা করব এবং আমার কৃষি অফিস থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।