১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত ম্যানেজার ও নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে শাখাটি রক্ষা পায়।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাসুদ রানা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। প্রথমে নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আমাকে জানান। পরে আমরা দুজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও জানান ব্যাংকের মূল ফটকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা অবকাঠামোর বড় ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top